জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | 70+ Happy Birthday Wish

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি বিভিন্ন ধরনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পেয়ে যাবেন। আর এই সকল স্ট্যাটাসগুলোর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, ভাই-বোন ইত্যাদি সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যটাসগুলো আপনি সহজেই এই আর্টিকেল থেকে কপি করে নিতে পারবেন। কোন কার্ডে লিখে, সোসাল মিডিয়ার মাধ্যেম বা মেজেসে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো দেখে নেই।

আরো পড়ুনঃ

জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন প্রতি বছরে একবার এসে একজন ব্যক্তির জীবনে। এই দিনটিতে সেই ব্যক্তি অনেক খুশি থাকে। অনেক উৎসব আনন্দের সাথে পার করতে চাই সেই দিন। জন্মদিনের দিনে যার জন্মদিন তাকে শুভেচ্ছা জানালে সে অনেক খুশি হয়।

আজ হয়তো আপনার চেনা পরিচিত কারো জন্মদিন। তাই হয়তো জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন। আপনার জন্য সেরা কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিম্নে লিস্ট আকারে দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো পড়ে দেখুন আশা করছি ভালো লাগবে। যে স্ট্যাটাসটি ভালো লাগবে সেটি কপি করে নিবেন ও যারা জন্মদিন তাকে এই স্ট্যাটাসটির মাধ্যমে শুভেচ্ছা জানাবেন।

  • প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?
  • জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও!!!
  • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক ভালবাসা নিও।
  • তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন!
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। শুভ জন্মদিন।
  • তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ এবং আমার মুখে হাসি ফুটিয়েছ। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং আমার ভালোবাসা। তোমার এই বিশেষ দিনটিকে আমরা একসঙ্গে উদযাপন করে আরও বিশেষ করে তুলতে চাই। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
  • আজকে একটি উপযুক্ত দিন তোমায় বলার জন্য যে তুমি আমার জীবনে একজন অসাধারণ নারী। যে আমার জীবনকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
  • তোমার জীবন যেন ভরে ওঠে অনেক অনেক স্বর্গীয় আশীর্বাদের উপহারে। তুমি নিজেই যখন পৃথিবীর কাছে একটা এত বড় উপহার, তখন তুমি নিশ্চই পৃথিবীর সেরা উপহারটি পাওয়ার যোগ্য। শুভ জন্মদিন!
  • কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়। শুভ জন্মদিন!!
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন।
  • অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন।
  • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া। জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ! ..শুভ জন্মদিন ..
  • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও। মন দাও বর্তমানের দিকে। অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন
  • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন। মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।
  • আশা রাখি জীবনের আনন্দ যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না। জন্মদিনের শুভেচ্ছা নিও। শুভ জন্মদিন!!
  • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটি সুদিনের, আমি আশায় থাকি তোমার জন্মদিনের। শুভ জন্মদিন!!
  • আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী। শুভ জন্মদিন!!
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। শুভ জন্মদিন!!
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা!!
  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে। আজ আমর প্রিয়ার জন্মদিন। শুভ জন্মদিন।
  • আনন্দ উল্লাসে কাটে যেন তোমার প্রতিটি দিন, শুভেচ্ছা জানাই আজ তোমার। শুভ জন্মদিন।
  • আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এ দিন-তোমার জন্য হোক কষ্টহীন, আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়। জানায় শুভ জন্মদিন!!
  • তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন.. শুভ জন্মদিন।
  • আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।
  • সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে। শুভ জন্মদিন প্রিয়তমা!!
  • আরো একটি বছর করলে তুমি পার। সুস্থ থাকো, ভালো থাকো। এই কামনাই করি বার বার। শুভ জন্মদিন প্রিয়!!
  • অনেক ভালো সময়ের সঙ্গী আপনি ভাই শুভ কামনা নিরন্তর। শুভ জন্মদিন!
  • জন্মদিনগুলি আমাদের আরও কেক খেতে বলার প্রকৃতির উপায়।
  • আমার জন্মদিন হলে আমি দিনটি ছুটি করি। তবে যখন আমার স্ত্রীর জন্মদিন হয়, তখন সে এক বা দুই বছর সময় নেয়।
  • একটি জন্মদিন একটি নতুন বছরের মত এবং আপনার জন্য আমার ইচ্ছা একটি সুখ এবং একটি মহান বছর। – ক্যাথরিন পালসিফার
  • আমার কাছে জন্মদিনের অর্থ হল আমাদের জীবনে কোনও ব্যক্তির উপস্থিতি উদযাপন করা। – মীনা বাজাজ
  • আজ আপনি আরও এক বছরের বেশি বয়স্ক, এবং আমরা জানি আমাদের বয়স বাড়ার সাথে সাথে কত দ্রুত সময় উড়ে যায়, সুতরাং, প্রতিটি দিন বেঁচে থাকুন এবং খুশি হন! – কেট সামারস
  • অন্য জন্মদিনের জন্য অনুশোচনা করবেন না, সুসংবাদটি হ’ল আপনি বেঁচে আছেন এবং এটি উদযাপন করতে পারেন। – ক্যাথরিন পালসিফার
  • স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পুরন হোক দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা যাক ভরে। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য। শুভ জন্মদিন
  • আজকের এই দিন, তোমার জন্য হোক রঙিন। শুভ জন্মদিন
  • সবাইতো ফুল দিয়ে উইশ করবে, আমি না হয় হৃদয় দিয়ে করবো, কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে, আমি না হয় Sms দিয়ে বললাম । শুভ জন্মদিন
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
  • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কালও ছিলাম আজও আছি তোমার পথ চলায়। প্রমিস করছি থাকবো সারাটা জীবন! হ্যাপি বার্থডে!!
  • প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!
  • আমার ছোট্ট পরী, তুই আমার জীবনে দিনের আলো রাতের তারা। তোর জীবনের প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দময় আর খুশিতে ভরপুর। শুভ জন্মদিন!
  • গ্রীষ্মের ফুলগুলি, ভালোবাসার অঞ্জলি। শরৎ এর গীতালি, হেমন্তের মিতালী। শিতের পিঠাপুলি,বসন্তের ফুল-কলি, এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি। শুভ জন্মদিন!
  • যতদিন আকাশে চন্দ্র-সূর্য থাকবে, ততদিন যেন এই পৃথিবীতে তোর নাম জ্বলজ্বল করে। জন্মদিনে এই শুভকামনা আর আশীর্বাদ জানাই।
  • তোমার প্রতিটা জন্মদিন খুব সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে আসে। তোমার হাসি দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। সারাজীবন এভাবেই হেসে-খেলে কাটাও, এই প্রার্থনাই করি। শুভ জন্মদিন!
  • তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।
  • পৃথিবীর মিষ্টি কেকের থেকেও তোমার হাসি মিষ্টি। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা রইল।
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। শুভ জন্মদিন…
  • আসুক ফিরে এমন দিন হোক না তোমা সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে। শুভ জন্মদিন!
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার। শুভ জন্মদিন
  • খুশির আকাশে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ হয়ে যাবে যত ঋন, আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনদিন ছেড়ে দিওনা এই বন্ধুত্বের হাত। শুভ জন্মদিন
  • রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা। শুভ জন্মদিন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আপনার কি আরো জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস প্রয়োজন? চিন্তা করবেন না। আমি আছি তো। আপনার জন্য আরো কিছু সেরা জন্মদিনের শুভেচ্ছাস স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম।

কারো শনিবার প্রিয় দিন কারো রবিবার আমার শুধু প্রিয় একটা দিন তোমার জন্মদিন! শুভ জন্মদিন !
আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন
A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে!
তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের!! জন্মদিনের শুভেচ্ছা।
কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে!! হ্যাপি বার্থডে!
রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই থাকে সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায়। শুভ জন্মদিন!!
এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন! হ্যাপি বার্থডে!
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি... কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে...... শুভ জন্মদিন......
তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। জন্মদিনের শুভেচ্ছা।
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর।
দিনের শেষে বলছি তোমায়! জন্মদিনের শুভেচ্ছা!
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন!!
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা প্রিয়
জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার! শুভ জন্মদিন!
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন
কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাঁদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়। শুভ জন্মদিন!!
সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল। আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল। শুভ জন্মদিন।
সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ আর রাতের তারারা- সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে শুভ জন্মদিন।
স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পুরন হোক দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য। শুভ জন্মদিন!!

জন্মদিনের শুভেচ্ছা ছবি

কিছু জন্মদিনের শুভেচ্ছা ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনি চাইলে এই ছবিগুলো ডাউনলোড করে ছবিগুলোর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ১
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ২
শুভ ক্ষন, শুভ দিন, মনে রেখো চিরদিন, কষ্ট গুলো দূরে রেখো, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখো। শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৩
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৪
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক, আজকের দিনটা প্রান খুলে উপভোগ করো।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৫
সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক অভিনন্দন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।

কেউ জন্মদিনের শুভেচ্ছা জানালে তাকে কি বলতে হয়?

কেউ যদি জন্মদিনের শুভেচ্ছা জানায় তাহলে তাকে ধন্যবাদ বলতে হয়। ধন্যবাদ বলার সাথে অতিরিক্ত কিছু কথা সংযুক্ত করতে পারেন। যেমনঃ ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ইংরেজিতে কিভাবে বলব?

ভালোবাসার মানুষকে ইংরেজি স্ট্যাটাসে মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। এছাড়াও Happy Birthday My Love বলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন।

কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়?

কার্ডে লিখে, মেসেজে পাঠিয়ে কিংবা সোসাল মিডিয়ায় পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়।

উপসংহার

আর্টিকেলটিতে সেরা সকল জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরো অনেক স্ট্যাটাস নিয়ে আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

ধন্যবাদ Statusify.XYZ এর সাথে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজে লাইক করুন যাতে করে নতুন সকল স্ট্যাটাসের আপডেট সহজেই আপনার নিকট পৌছে যায়। আমাদের ফেসবুক পেজের লিংক – /Statusify.XYZ

Leave a Comment