গভীর রাতের কষ্টের কবিতা

গভীর রাতের কষ্টের কবিতা হয়তো অনেকেই খুঁজছেন পড়ার জন্য। যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি থেকে আপনি এমনি কিছু গভীর রাতের কষ্টের কবিতা পেয়ে যাবে।

কষ্ট অনুভব করলে অনেকেই অনেক কিছু করে থাকে। কেউ গান শোনে, কেউ বই পড়ে, কেউ বা কবিতা পড়ে। আবার অনেকেই আছেন যারা কষ্টের কথা কোন কবিতা বা স্ট্যাটাসের মাধ্যেম সোশ্যাল মিডিয়া শেয়ার করে। আপনি যে কারণেই গভীর রাতের কষ্টের কবিতা খুঁজে থেকেন না কেন এই আর্টিকেলে থাকা কবিতাগুলো আপনি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। এই ধরণের কবিতার পাশাপাশি Statusify আরো বিভিন্ন ধরনের কবিতা, স্ট্যাটাশ, ক্যাপশন, ছবি, ছন্দ ইত্যাদি প্রকাশ করে থাকে। তো সেরা সকল কবিতা আপনি আমাদের ওয়েবসাইটেই পাবেন বলে আশা করা যায়। তো চলুন কবিতাগুলো দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

গভীর রাতের কষ্টের কবিতা

নিম্নে গভীর রাতের কষ্টের কবিতা নিয়ে কয়েকটি কবিতা দেওয়া হলো। কবিতাগুলো পড়ুন আশা করছি আপনার ভালো লাগবে।

হারানো স্মৃতি

প্রেমের স্নিগ্ধ মন,
তোমাকে নিয়ে আজও ঘিরি।
অনেক বেশি ভালোবেসে নিয়ে ছিলাম
তোমার পিছুটান,
সব কিছু হারিয়ে আজ আমি অবসান।

হৃদয়ে কাঁপন জাগে,
কি যে ভালো লাগে!
উতলা হই তোমার প্রেমের অনুরাগে।

তুমি কথা দিয়েছিলে আমাকে পেতে,
এখন কি হলো সেই কথায় তাতে?
দিতে পারবে কি?
আমার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে!
বেঁচে থেকেও মরে গেছি, আসবে কি ফিরে?
নেশায় নেশায় দিনগুলো যাচ্ছে পেরিয়ে।

আমার মন

সব আশা আমার জীবনের নীড়ে
জানিনা জীবনে আসবে কেউ,
কষ্টে বাসা বেঁধেছে এ মনে
মন ভাঙ্গা আবেগের ঢেউ।

আপন মনে মুগ্ধ হইয়া
আপন মনও আজ হইলো পর!
আমার আবেগের সূচনা কভু
আগের মতো নেওনা খবর।

আমার মনেরও সুজন হইলে
প্রথম দেখিয়া হইলাম মুগ্ধ,
আজীবন দিলে পীড়ত বিদায়
তোকে ঠাঁই দিয়ে হয়েছে অন্তরে দগ্ধ।

দুঃখ বেদনা সবারই আছে,
আছে যাওয়া আর আসার পালা!
ফুলের মতো প্রবিত্র আমার জীবন
সেই ফুলের মালা গেঁথে আজ মুগ্ধমন।

শেষ আরতি বন্দি বানায়ে
আমার স্বপ্নের প্রিয়জন,
রজনী আমার ডুবে গেছে
তবুও কাছে টানে আমার মন।

মা মনে পড়ে না তোমায়

মনে পড়ে না আর মনে পড়ে না তোমায়
ভুলে গেছি সব, কিছুই নেই স্মৃতির পাতায়।
শুধু যখন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙ্গে যায়
তখন কেন জানি মা খুব মনে পড়ে তোমায়।

তখন তোমায় পাইনা খুঁজে আমার আশেপাশে
যেমন ছিলে আগে আমার কাছে।
এখন আর কেউ ঘুম পাড়ানি গান শুনায় না
কষ্ট পেলে কেউ তো আর চোখের পানি মুছে দেয় না।

হোঁচট খেলে খেলে কেউ তো আর টেমে তোলে না
এগিয়ে চলার প্রেরণাটা কেউ দেয় না।
আমার জন্য না খেয়ে কেউ তো আর বসে থাকেনা
রুপকথার গল্প তো আর কেউ শোনায় না।

মা, কেন তোমায় এত ভালোবাসি বলো না
তোমায় ভেবে কেন আজও কাঁদি বলো না।
সবাই বলে আমি খারাপ তুমি নেই তাই
কেমনে বোঝাই তুমি আছো জুড়ে আমার পুরোটাই।

আমার চলাচল

মুখে হাসি চোখে জল
এরই মাঝে আমার চলাচল
চলছে সময় কাটছে প্রহর
আমায় ছাড়াই চলছে তোমার শহর
আজ অবেলায় ভাবছি তোমায়
একা একা এই জোসনায়
ভাবছি বসে তোমার কথা
নিয়ে অবেলায় হারানো ব্যাথা
তোমার নামে লিখছি চিঠি এই নিরালায়
নেই যে কোনো পথ জানা পাথাবো কোন ঠিকানায়
চোখ বুজলে তোমায় দেখি
চোখ মেললে সবই ফাকি
এ কোন ধাঁধার মাঝে আমি
সব প্রশ্নের উত্তর তুমি
হারানো পথের বাঁকে
মন তোমার ছবি আঁকে
নেই শেষ এই অপেক্ষার
তবু ব্যার্থ চেষ্টা মনকে বোঝাবার

আজ শহরের মন খারাপ

শহরে বোবার মত ঝুলছে নিরবতা
শহরের মন খারাপ আজ
নিশিবেলা কুয়াশা ভেদ করে
পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে
সে হাঁটে না ল্যাম্পপোষ্টের নিয়ন আলো চেয়ে
শহরের চোখে এক ফোঁটা পানি
ভোরবেলা সে ফিরবে না ঘরে
তার বুকে নেই কোন মায়া
সে জানে যতো বড় শহর
তত বড় নয় হৃদয়
শহরের মন খারাপ অনেক দিন
অভিমানগুলো সযত্নে লুকিয়ে রেখেছে
কৃষ্ণতলা দিয়ে বয়ে যাওয়া নর্দমাটার মাঝে
সে ফিরবে না এই শহরে
সে চলে গেছে ইটের পাহাড়ে ঘেরা
হৃদয় ওয়ালা শহরে
তার অনুপস্থিতিতে নয়নতারা ঘেরা শহরের আজ ভীষণ মন খারাপ!
আজ শহরের মন খারাপ।

এই কবিতাটি লিখেছে – তানিম হাসান।

পুরুষ প্রেমিক

তুমি তো কেবল পুরুষই ছিলে, প্রেমিক ছিলে কবে?
লাল দুটো ঠোঁটে আঙ্গুল ছুইয়ে-প্রশ্ন করেছিলে সেদিন
রক্ত জমেছে বুঝি ঠোঁটে?
বোঝনি তুমি চুমুর শেষে লজ্জা ছাড়া রক্ত কেম্নে জোটে..!

মুগ্ধ হয়ে দেখনি কখনো আমার
লম্বা বেনী অথবা চুড়ি কিংবা কাজল পড়া চোখ।
মাঝে মাঝে কেবল চুল ছোয়ার অযুহাতে ছুতে আমার বুক..!

বুকেই হাজার মুগ্ধতা তোমার, অন্য কিছু তো ছিলো আজগুবি নিরর্থক।
মাঝে মাঝে যখন শাড়ি পড়তাম, আলতা টাও তো পড়তাম পায়।
কাচের চুড়ি গুলো হাত ভর্তি পড়ে গোছালো হয়ে থেকেছি তোমার অপেক্ষায়।
দেখোনি তুমি, তাকাওনি চোখে
চোখ বন্ধ করে দেখেছো শুধু শাড়ির নিচের দেহটায়।

অভিমান হত, কাঁদতাম একা, তবুও ছুয়ে থাকতে চেয়েছি তোমার আঙ্গুল
নেশায় ছিলে ভীষন, শুধু আঙ্গুল কি আর প্রিয় লাগে তখন.?
জানতাম আমি, বুঝতাম সবই তবুও ছাড়িনি
হয়ত ভালোবাসি একটা কারণই মূল।

হাজার রাত ও জেগেছি নিদ্রা নিয়ে চোখে
বুঝতে দেইনি, কান্না করিনি ভালোবাসা খুন হওয়ার শোকে।
একবারও কি তোমার চোখ ছুয়ে যায়নি আমার চোখের আহাজারি যত?
যাবেই বা কেমনে!
তুমি তো তখন প্রেমিক হওনি পিয়াস মিটিয়েছো যত..।

প্রেম চিনোনি, মন চেনোনি, চিনেছো তো কেবল দেহ।
আদরে আদরে একে দিয়েছো মনে হাজারো ব্যথার ক্ষত
দিনে দিনে ঘৃণা বেড়েছে-ভালোবেসেছি ঠিক যত..!

উপসংহার

ছয়টি সুন্দর সুন্দর গভীর রাতের কষ্টের কবিতা আর্টিকেলটিতে শেয়ার করেছি। আশা করছি আর্টিকেলে থাকা কবিতাগুলো আপনার ভালো লেগেছে। কবিতাগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আপনিও যদি নিজে কোন কবিতা লিখে থাকে তা যাদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্ট করতে আমাদের সাথে শেয়ার করতে পারে। আপনার নাম ও ছবি সহ আমাদের এই আর্টিকেলটিতে অথবা অন্য কোন আর্টিকেলে শেয়ার করা হবে।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের অফিশিয়াল ফেসবুকে পেজকে যাতে নতুন প্রকাশিত হওয়া সকল আর্টিকেলের আপডেট সহজেই পৌছে যায় আপনার নিকট। আমাদের ফেসবুক পেজ – /Statusify.XYZ

Leave a Comment