আমরা অনেকেই আছি যারা নিয়মিত ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে থাকি। যারা নিয়মিত ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে তারা সুন্দর দেখে স্ট্যাটাস খুঁজে পোস্ট করে থাকে। একেক জনের কাছে একেক রকম স্ট্যাটাস পছন্দের। সবারই পছন্দের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস আপনার পাবেন এই আর্টিকেলটিতে।
বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফেসবুকে দিতে পছন্দ করি। আপনার যেমনি স্ট্যাটাসের প্রয়োজন পড়ুক না কেন তা আমাদের এই আর্টিকেলটিতে আপনি পাবেন বলে আমি আশা করছি। যদি না পান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া স্ট্যাটাস নিয়ে অন্য সকল আর্টিকেলগুলো দেখতে পারেন। সেগুলো থেকে পছন্দের কোন একটি স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ কপি করে স্ট্যাটাস হিসাবে দিতে পারেন।
আরো পড়ুনঃ
- ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস | Celeder Emotional Status
- বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস [50+ স্ট্যাটাস]
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | 70+ Happy Birthday Wish
এছাড়াও আর্টিকেলটিতে থাকা ফেসবুক স্ট্যাটাসগুলো স্ট্যাটাস হিসাবে পোস্ট করার পাশাপাশি ছবির ক্যাপশন, মাই স্টোরি কিংবা কাউকে মেসেজেও পাঠাতে পারবেন। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলটিতে থাকা ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।
আর্টিকেলের বিষয় | ফেসবুক স্ট্যাটাস |
আর্টিকেলের ধরণ | স্ট্যাটাস |
সর্বমোট স্ট্যাটাস | ৩০০ এর অধিক |
স্ট্যাটাস ছবি | আছে |
সর্বশেষ আপডেট | ৫ জুন ২০২৩ |
সূচিপত্র
ফেসবুক স্ট্যাটাস
ধারাবাহিক ভাবে তালিকা আকারে বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস পাবেন আমাদের এই আর্টিকেলটিতে। চলুন প্রথমে সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
- যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? – শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- শিক্ষার যথার্থ উদ্দেশ্য হলো তাকে কাজে লাগানো, শুধু জ্ঞান আহরণ নয়। – স্পেন্সার
- জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না। – সি. এইচ. স্পারজন
- মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী। – হযরত সোলাইমান (আঃ)
- গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে। – হিন্দি প্রবাদ
- আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। – শেখ সাদী
- অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। – হোমার
- যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না! – শেখ সাদী
- ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে।
- ঝুম বৃষ্টিতে ভিজবে আমার সাথে এক গুচ্ছ কদম এনে দেব তোমার হাতে।
- বদমাইশি ছেড়ে দিয়েছি আমি তবুও আজো আমি লোকের কাছে খারাপ, কাকা যতটা তুমি ভাব আমি তার থেকেও খারাপ।
- ভালোবাসা যখন পরিতৃপ্ত হয় তখন তার মাধুর্য অনেক কমে যায়।
- যতদিন তুমি সবুজ থাকবে ততদিন তুমি বাড়তে থাকবে, পেকে যাওয়া মানেই পচতে শুরু করা।
- কিছু যুদ্ধে একাই লড়তে হয়। কিছু পথ একাই চলতে হয়। সো, কাউকে মনে করে কখনো ইমোশনাল হয়োনা। কেউ জানেনা কার কখন একা পথ চলতে হবে।
- কিছু কিছু সম্পর্ক এমন হয়, যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না।
- কেউ জেগে আছো, রাত জাগার কারণ কি?
- ভেবে দেখুন ছেলেগুলো, আপনাকে প্রপোজালের বদলে শাড়ী দিলে আপনার মোট কতো গুলো শাড়ী থাকতো!!
- যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা জাওয়ার দরকার নাই দিনকাল ভাল না।
- যেহেতু রিলেশনশিপ হারাম, সেহেতু ব্রেকাপ করিয়ে দেওয়া সওয়াবের কাজ!
- যোগ্য মানুষকে যোগ্যতা দিয়ে হারাতে হয়, হিংসা করে নয়।
- দেখ ভাই আমি অ্যাটিটিউড দেখাই না অ্যাটিটিউড আমার মধ্যে চলে আসে।
- আমার গল্পগুলো যাচ্ছে চলে ব্যথার সুনীল অন্তরালে, সুপ্তমেঘের জলে, রাত বিছানায় জোৎস্না ঘুমায় সিক্ত আঁধার ভুল ঠিকানায় দিচ্ছে চুমু ঢেলে।
- যেদিন প্রান খুলে হাসতে গিয়েও চিন্তা করবেন হাসাটা ঠিক হবে কিনা, তখনই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন।
- অভিমান করলে হইতো মানিয়ে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো।
- ভেজা কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টার নামই আত্ববিশ্বাস।
- সদ্য ঘুম ভাঙ্গা মেয়েগুলোর চাহনি বুকের মাঝে ঝড় তোলার জন্য যথেষ্ট।
- Single থাকার মজাই আলাদা! যারে দেখি তারেই ভাল্লাগে!
- বিকেলটা ভালো লাগে যখন, একটু বেশি অকারণ। তখনই কি বুঝে নেবো, খুঁজছে তোমায় এ মন।
- এখন জিবনটা শান্তিতে কাটবে কেননা এখন আমিও সার্থপর হয়ে গেছি।
- অনেক কথাই আমার ভেতরটাকে চূড়মার করে দেয়। তবুও এমন ভান করি, যেনো কোনো ব্যাথাই আমি পাইনি।
- ভাই ভালো থাকিস, আর কখনো মেসেজ দিবো না, এইগুলা কোনোদিন লাস্ট মেসেজ হয় না।
- আপন হতে সময় লাগে না, বিশ্বাস অর্জন করতে সময় লাগে।
- তুমি সাজো আল্লাহর জন্য। আল্লাহ জান্নাত সাজাবে তোমার জন্য। ইনশাআল্লাহ!
- যতো দূরেই যাই না কেন, তুমিই শেষ সীমানা। ভবঘুরে এই আমার তুমিই তো ঠিকানা।
- চিন্তার কোনো কারণ নেই তোমার কাছে অসহ্য হয়ে ওঠার আগে তুমি ছেড়ে চলে যেতে পারে।
- ওহে বালিকা এতো গর্ব কিসের শুনি? ভাল কি শুধু তুমি একা বাসো, আমি বাসি না বুঝি।
- কারোর সাথে খারাপ আচরন করা ঠিক না। সময়ের তাস যে কোন সময় বদলে যেতে পারে।
- ওহে বালিকা, তোমার মাঝে আমি একবার ডুব দিতে চাই, কথা দিতেছি আমি তোমার মাথা ঘোরা আর বমির কারন হবো না।
- ভালবাসা হল এমন একটা অনুভূতি যা আপনি কখনো বর্ণনা করতে পারবেন না। শুধু মন দিয়ে অনুভব করতে পারবেন।
- রাত হলেই মনটা শুধু ‘সাদিয়া সাদিয়া’ করে।
- অহংকার করে বলছি না! প্রতিদিন ৫ থেকে ১০ টা অফার পাই? ধন্যবাদ রবি অফিস।
- আজ গরীব বলে কাপে চা খাই বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম।
- চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাসি দুটোই বিপদজনক।
- ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাস কেন!
- নিজের কষ্ট, ইমোশন কারো সাথে শেয়ার করবেন না। কারণ আপনি নিশ্চয় চাইবেন না আপনাকে নিয়ে কেও মজা করুক। পৃথিবী সার্থপর, কিন্তু মাঝে মাঝে মনে হয়, একটু বেশি সার্থপর।
- একজন সৎ মানুষ কখনো হাজার মেয়েকে ভালবাসেনা সে একটি মেয়েকে হাজারটি উপাইয়ে ভালোবাসে।
- ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
- যতো দিন যাবে চেনা জানা মানুষ গুলো ততো দূরে মিলিয়ে যেতে থাকবে।
- তোমার জন্য আমি নিজস্ব অর্থায়নে মনের মধ্যে পদ্মা সেতু বানাবো।
- তার কালো চোখে কাজল ছিল না, না পাওয়া ছিল। গাঢ় সেই কাঁপা ঠোঁটে নিষেধ ছিল না আহবান ছিল আরও।
ফেসবুক স্ট্যাটাস ছবি
আপনি যদি ফেসবুক স্ট্যাটাস ছবি খুঁজে থাকেন তাহলে নিম্নোক্ত ছবিগুলো দেখতে পারে। এই ছবিগুলোর মধ্য থেকে যেকোন একটি ছবি ডাউনলোড করে ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারে। যে ছবিটি আপনার পছন্দ হয় সেই ছবির উপর ক্লিক করুন তাহলে সম্পূর্ণ বড় ছবিটি দেখতে পারবেন।
আবেগি ফেসবুক স্ট্যাটাস
আমরা অনেক সময় আবেগি হয়ে যাই। ঠিক তখনি আবেগি কিছু স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করতে ইচ্ছা করে। এমন কিছু স্ট্যাটাস নিম্নে তালিকা করে দিয়ে দিলাম আপনি তা দেখে নিন।
- তোমার চোখ ভিজবেই যদি তুমি সত্যিই কাউকে ভালোবেসে থাকো।
- আমার ভাগ্যটাই এমন অল্প সময়ে কারো আপন হয়ে যাই, আবার অল্প সময়েই কারো পর হয়ে যাই।
- মানুষ যদি তার জীবনে পরিবর্তন চায় তবে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে।
- এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয় ভালোবাসার বদলে অবহেলা।
- জীবনে সফলতা পেতে হলে, আবেগ গুলোকে নিয়ন্ত্রণে রাখা জরুরী।
- আবেগী মনের যে অপ্রকাশিত আবেগ থাকে, তা কখনও মরে না। এগুলি জীবিত কবর দেওয়া হয় এবং পরে কৃপণ এর মত বেরিয়ে আসে।
- বন্ধুত্ব সিঁড়ি হয়ে থাকে, যেখানে ওঠানামা ইচ্ছাধীন, প্রয়োজনে ধরা যায় সাহায্যের রেলিং।
- ভালোবাসাটা একটুও কমেনি শুধু প্রকাশ করাটা বন্ধ করে দিয়েছি।
- যদি সম্ভব হয় তবে কখনই আপনার আবেগ দিয়া কোন সিদ্ধান্তে পৌছবেন না, এটি আপনার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত কতে পারে।
- পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখা যায় না; তা কেবল অনুভবেই পাওয়া যায়।
- খুব কষ্ট হয় নিজের কান্নাটা লুকিয়ে সবার সামনে হাসতে।
- একজন নিজের সময়মত মেসেজ করে অন্যজন বোকার মত অপেক্ষা করে।
- প্রেম একটি শক্তিশালী আবেগ। প্রেম অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয়, কারণ অন্যসব আবেগ এত বেশী শক্তিশালী নয়।
- নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো; তবে খেয়াল রেখো যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে।
- আপনার সেই আবেগগুলি আপনাকে কষ্ট দেয় যেগুলি একান্তই আপনার মনে হয়।
- আনন্দকে ভাগ করে নিলে দুটি জিনিস প্রাপ্ত করা যায়; একটি হচ্ছে জ্ঞান ও অপরটি হচ্ছে প্রেম।
- যারা দূরে থেকেও রাখে খোঁজ তাদের ই জন্য বাঁচি রোজ।
- কত সম্পর্ক তবু বেঁচে আছে অশ্রু ভেজা চোখে অথচ কেউ চলে গ্যাছে বহুদূরে একটু অনুরাগে।
- জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে।
- বন্ধু ছিল খেলার মাঠে চায়ের দোকান, লাল রকে-সেই বন্ধু আজকে শুধুহোয়াটসঅ্যাপ আর ফেসবুকে।
- আমার নীরবতা হল আমার দুঃখের আরেকটি ভাষা।
- অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়।
- নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই আমার গল্প শেষ।
- যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর কোরো না।
- শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে।
- হৃদয়ে জমা হয়ে আছে আহত স্মৃতির ভিড়। তবুও তোমাকেই খুঁজেছি আমি; এখনো চাই তোমাকেই।
- সময় খুব অভিমানী, তাকে অবহেলা করলে সেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে; একবারও পিছন ঘুরে তাকাবে না।
- মন থেকে কাউকে নিজের থেকেও আপন ভাবলে তার অবহেলা সহ্য করার ক্ষমতা থাকে না।
- জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরন হয়ে থাকে ছাড়া আর কিছুই করার থাকে না।
- আমার আবেগ গুলো কে বন্ধি করে রাক্তে চাই।
- আমার জন্য তো তুমি যথেস্ট ছিলে হয়তো তোমার জন্য আমি যথেস্ট ছিলাম না।
- জীবনের চলার পথে অনেক কিছুই এড়িয়ে চলতে হয়, ঠিক তেমনি আবেগ কেও এড়িয়ে চলা দরকার।
- তাদের জন্য দুঃখ হয়, যাদের মনের আবেগ নেই।
- সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পর ও আপন হয়।
- সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খোঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
- সত্য, সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায়, উৎসব তো সেখানেই।
- রাগ এবং ঝড় দুটোই এক রকম; ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে।
- ততোটা ভালো থাকে ঠিক যতটা ভালো থাকেল আমাকে আর মনে পড়বে না।
- সময় এক মাত্র মানুষকে সব দুঃখ ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায়।
- যা আপনি আপনার মনের আবেগ দিয়ে চিন্তা করেন, তাই আপনার পছন্দ।
- ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে, তার মতো করে।
- যার আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই, আবেগ থেকেই মুলত ভালোবাসার উৎপত্তি।
- আপনি যখন কষ্ট পাবেন, তখন সেই কস্টকে প্রেরণায় রূপান্তরিত করার চেষ্টা করুন, হাল ছাড়ার কারণ হিসাবে নয়।
- তুমি হয়তো মরতে চাও, কিন্তু বাস্তব টা হলো তুমি নিজেকে সেভ করতে চাও।
- আমাকে ছাড়া তুমি ভালো থাকলেও দিন শেষে তোমাকে ছাড়া আমি চাইলেও ভালো থাকেত পারি না।
- কাউকে হারিয়ে দেওয়া যতটা সহজ ততোধিক কঠিন কাউকে জয় করা।
- মনে কষ্ট থাকেল মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়।
- ভালোবাসা দিয়ে পরকে আপন করা যায় আর সম্পর্ককে করে তোলা যায় আরও অনেক গভীর।
- যে ইচ্ছেগুলো কখনোই পূরন হবার না মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে।
- যতবার তোমাকে ভুলতে চাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি তত বেশি করে তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো; অভিমান বোধহয় ভালবাসা বাড়িয়ে দিয়ে যায়।
আরো পড়ুনঃ
- রোমান্টিক কষ্টের স্ট্যাটাস | Romantic Koster Status
- ভালোবাসার কষ্টের স্ট্যাটাস | Valobasar Koster Status
- ভালোবাসার স্ট্যাটাস ২০২৩ | বাংলা, রোমান্টিক, ফেসবুক, কষ্টের
শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস
জ্ঞানমূলক বা শিক্ষামূলক কিছু ফেসবুক স্ট্যাটাস নিম্নে তালিকা করে দিয়ে দিলাম। আপনি যদি শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন।
- কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। – ডেল কার্নেগী
- যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। – জন এন্ডারসন
- তুলনা তার সাথে করো যে তোমার চেয়ে এগিয়ে আছে। তার সাথে নয়, যে তোমার চেয়ে পিছিয়ে আছে…
- অন্যায় করে লজ্জা না পাওয়াটা আরেকটি অন্যায়।
- নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। – হযরত আলী (রাঃ)
- স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। – এ পি জে আব্দুল কালাম
- নিজের বোকামী ঢাকতে অন্যের উপর দোষ চাপিও না। – জর্জ ম্যাডোনাল্ড
- জ্ঞানী হও, তবে অহংকারী হয়ো না।
- মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী। – ওরসন স্কোরার ফাউলার
- রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবেন না এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিবেন না।
- আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। – মার্ক জুকারবার্গ
- যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। – জন সার্কল
- একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
- কাউকে কখনও বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। – রেদোয়ান মাসুদ
- শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। – হযরত মোহাম্মদ (সাঃ)
- যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না! – হযরত আলী (রাঃ)
- আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভাল মন্দ বাছাই করতে শিখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। – রেদোয়ান মাসুদ
- বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। – কার্লাইল
- বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন। – এরিষ্টটল
- একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।
- জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।
- একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা। – শেখ সাদী
- উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।
- কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে।
- পৃথিবীতে সুখী বা ভালো থাকার বিষয়টাই ক্ষনস্থায়ী। এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না।
- আইন ভাঙ্গার জন্যই তৈরী হয়।
- অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।
- শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি। – ওল পিয়ার্ট
- মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মতো মনে লেগে থাকে। ব্যাথা দেয় না, অস্বস্থি দেয়। – হুমায়ুন আহমেদ
- ধৈর্য্য হলো এমন এক শক্তি, যার মাধ্যমে জীবনের সব কঠিন বাঁধা কাটিয়ে ওঠা সম্ভব হয়…
- যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। – শক্তিশালী আইনস্টাইন
- সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। – বেকেন বাওয়ার
- যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। – আইনস্টাইন
- অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়। – এডওয়ার্ড হল
- অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে। – গোল্ড স্মিথ
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। – শেক্সপিয়র
- গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।
- প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও। -শেখ সাদী (রঃ)
- যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারন যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম। – ডেল কার্নেগী
- ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন,সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ। – রেদোয়ান মাসুদ
- আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে, নিজের দাম কমিয়ে ফেলি।
- দেশ প্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ। – টমাস ক্যাম্পবেল
- সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। – জুভেনাল
- আজ তুমি যেখানে আছো, সেটা তোমার অতীতের কর্মফল। কিন্তু, কাল তুমি যেখানে পৌঁছাবে, সেটা তোমার আজকের কর্মফল।
- সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন।
- আমার দোষ তুমি আমাকেই বল। – ইমাম গাজ্জালী
- নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। – টমাস মুর
- স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে। – হুমায়ূন আহমেদ
- বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস লাইফকে দুর্বিসহ করে তোলে।
- শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। – এরিস্টটল
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস
স্মার্ট ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন? চিন্তা করবেন না আমাদের এই আর্টিকেলে স্মার্ট ফেসবুক স্ট্যাটাসও পেয়ে যাবেন। এমন কিছু স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম।
- ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়।
- যাওয়ার হলে এখুনি যাও, বেলা বাড়লে মায়া বেড়ে যায়। দেখনি! ডুবে যাওয়ার সময় সূর্যটাও কেমন রক্তাক্ত হয় দিনের মায়ায়।
- ওহে বালক কোনো এক বিকালে তুমি আমি সমুদ্রের তীরে ঘুরতে যামু, তারপর তোমাকে পিছন থেকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিয়ে দৌড় দিমু।
- একটু হাসবেন প্লিজ! পাখি হওয়ার ইচ্ছে আমার চিরদিনের, আপনার হাসি দেখে পাখিদের সাথে উড়তে পারি নীল আকাশে।
- গালফ্রেন্ড কখনও পুণ্যবান হতে পারে না কারণ পুণ্যবান মেয়ে কখনও কারো গালফ্রেন্ড হয় নাহ!
- জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো হয়তো অবৈধ! নয়তো নিষিদ্ধ! হয়তো দামি! নয়তো অন্য কারোর।
- সারা বছর কাঁচা আম দেয়া ডাল কিভাবে খাওয়া যায় চিন্তা করতেছি।
- সুখি থাকার মন্ত্র। যে যেতে চায় তাকে যেতে দাও, পারলে লাথি দিয়ে এগিয়ে দাও।
- একটা মানুষ তখনই কাঁদে, যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
- সব সাজা কবুল করলাম আমি, দোষ শুধু এটা ছিলো, আমি নির্দোষ ছিলাম।
- কাউকে ভালোবাসলে, এতোটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও বলে, তোমার মতো কেউ ভালোবাসেনি।
- তোমার নিশ্বাসে বিষ ছিলো আমি বিশ্বাস করিনি। ওরা বলেছিলো বহুবার কারো কথা কানে তুলিনি।
- মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে। কিন্তু তারা বিশ্বাস করে, মিথ্যাবাদিকে।
- জীবনে এমন কাউকে চাই যে কষ্ট পেলে বলবে ওই পাগল সব ঠিক হয়ে যাবে আমি আছিতো।
- দুটো চকলেট কিনছি একটা আমি খাবো আর একটা কিছুক্ষণ পরে আমিই খাবো।
- আমার প্রিয় প্রতিটা জিনিস হয়তো হারিয়ে যায়, নয়তো ভেঙ্গে যায়, নয়তো অন্যের হয়ে যায়।
- বালক তোমার নিজের বলতে কিছু নাই তোমার ইয়েটা ও অন্যর কথা মনে করে দাঁড়ায়!
- আমি আদমের ওই স্রস্টাকে চাই। জান্নাতে পেতে ঠাই।
- একটু হাসবেন প্লিজ! আমার খুব মরতে ইচ্ছে করে, আপনার হাসি দেখতে দেখতে অনায়াসে মৃত্যুর ফাদে পা দিতে পারি আমি।
- আমি কোন দিন হারি না, জিতি নয়তো শিখি।
- কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে।
- একটু হাসবেন প্লিজ! নদীতে ভাসতে চাই আমি, আপনার হাসি দেখে দড়িয়ার অথৈ জলে তলিয়ে যেতে পারি আমি।
- ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো, যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়।
- কিনতে যাই একটা, কিনে আনি আরেকটা। কিনার পরে ভাল্লাগে অন্যটা। ভবিষ্যৎ নিয়া টেনশনে আছি।
- বেশি মোবাইল চালালে নাকি চোখ খারাপ হয়ে যায়! এইজন্যই সারাদিন আমি শুধু একটাই মোবাইল চালাই।
- প্রেম করলে কেমন লাগে? তা জানতে চাওয়া আমার নিস্পাপ মন।
- আমার বন্ধুগুলার চেহারা মাশাল্লাহ কিন্তু তাদের চরিত্র আস্তাগফিরুল্লাহ।
- আমি যেখানেই শান্তি খুঁজতে যাই! সেখান থেকেই মানসিক যন্ত্রনা নিয়ে ফিরে আসি!
- ছেলেরা চুল বড় রাখলে খারাপ ভাবার কিছু নেই নিউটন বা রবীন্দ্রনাথ হওয়ার লক্ষন
- আমার অভদ্র হওয়ার পেছনের গল্প শুনলে আপনার ভদ্র সমাজ কেঁদে উঠবে।
- যেসব বুকশপ গুলো লিটন দাসের উপর অফার দিতো তারা আজ কই?
- একটু হাসবেন প্লিজ! বেঁচে থাকা খুব দরকার আমার, আপনার হাসি দেখলে বেঁচে থাকার ইচ্ছে জাগে হাজার বছরের।
- আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে! দয়া করে সেটা অন্যের সাথে সমালোচনা না করে, সরাসরি আমাকে বলবেন! কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নাহ।
- মানুষ পাপ করার সময় ডানে বামে সবদিকে তাকাই, শুধু উপরের দিকে তাকাতে ভুলে যায়।
- রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে নাহ, তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি।
- লাইটের মধ্যে আব্বুর নাম লেইখা দিছি! মোট কথা যেভাবেই হোক আব্বুর নাম উজ্জ্বল করতে হবে।
- ও প্রিয়! ওখানে তো ভালোই আছো! তাই না!! কষ্টে থাকলে তো ফিরেই আসতা।
- ভেবেছিলাম তুমি চলে গেলে মরেই যাবো, ওমা আজ পর্যন্ত জ্বরও আসলো নাহ!
- হাই ডিয়ার কারি না, তোকে ছাড়া আমি থাকতেও, পারি না!
- তুমি ভুল করেও, ভুল করোনি, তাই আমি অপরাধী। তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি, তাই এখন আমি একলা হাটি।
- একটু হাসবেন প্লিজ! আমার কবি হওয়ার ইচ্ছে খুব, আপনার হাসি দেখে দেখে লিখতে পারি হাজার কবিতা।
- তারপর! এক সময় বিশ্বাস করেই নিলাম, সে আর আমার নয়।
- পাগল নষ্ট হবে, কষ্ট পাবে। তাতে কার কী বা আসে যায়..
- মিটিমিটি জোনাকি, তারা হলেই বুঝবি, সে তারার জ্বালা কি!
- মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ আমরা মশার বাড়িতে থাকি।
- মাবুদ আমার মনে এত্ত ভালোবাসা দিছো কেন! কারো সাথে ইট্টু কথা বললেই ভালোবেসে ফেলি।
- মনের মধ্যে শান্তি নাইরে যেদিকে তাকাই জোড়া আর জোড়া মাঝখানে আমি এক কপাল পোড়া।
- আজব তো!! আমি যে ইনোসেন্ট এটা আমি বাদে আর কেউ বিশ্বাস করে না ক্যান?
- ত্যাগেই রয়েছে শান্তি, বাকিসব কিছুতে রয়েছে বিভ্রান্তি।
- আমার আকাশ হারিয়ে গেছে বিলবোর্ড টানাবো তোমার দুয়ারে।
- I Still confused। আমি আমার Life নিয়া খেলতেছি, নাকি, Life আমারে নিয়া খেলতেছে।
- ফেইসবুকে ফেমাস হয়ে কি লাভ, যদি জানাজায় ২ লাইন মানুষ না হয়।
- কে জানি আমার বিকাশ এ্যাকাউন্টে রিপোর্ট মারছে সবাই বেশি বেশি করে টাকা পাঠাও।
- বাবা হওয়ার সপ্ন দেখিয়ে, মামা বানিয়ে চলে যাওয়ার নামই হলো Same age Relationship
- বিশাল হৃদয় দিয়ে কী হবে, যদি দুঃখ না বোঝে। ফ্রেন্ডশিপ করে কি হবে, যদি মূল্য না দাও। ভালোবেসে কি হবে, যদি ভালোবাসা মানুষকে কষ্ট দাও।
- বাপ খাই দার করিয়া বিড়ি মেয়ে ফেসবুকে নাম দিয়েছে ডানা কাটাপরি।
- কিছু মানুষ আছে, যারা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে।
- সব স্যারদের একটাই ডায়লগঃ আপনার ছেলের মেধা ভালো! কিন্তু পড়ে না!
- চিকন মেয়ে নীল শাড়ী, লাল লিপস্টিক ঠিক যেন একটা হারপিকের বোতল….
- হারিয়ে যেতে মন চায় যেখানে রয়েছে তোমার ভালোবাসার নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন।
ফেসবুক স্ট্যাটাস বাংলা
আপনার আরো ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন? তাহলে এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন আশা করছি স্ট্যাটাসগুলো আপনার পছন্দ হবে।
- তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে।
- সবসমই হাসো কানোনা লোকে কখনোই ভাববেনা তোমার কমন অনুভূতি হচ্ছে।
- এতো গুরুত্ব দেওয়ার পরও যাদের “প্রিয়” হতে পারি নাই। তাদের কৃতজ্ঞতা জানাই!
- প্রত্যেক ফ্যামিলিতে এমন একজন থাকবেই যাকে বারবার ভাত খাওয়ার জন্য ডাকা লাগবে।
- আমি পুরনো আমিকে খুঁজে পেতে চাই না ভাই!! আগে আরো বেশি বলদ ছিলাম!!
- সবাই তোমাকে কষ্ট দিবে… তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
- ওহে বালক তোমার Pic এ Wow React দেই বলে ভেবো না তোমার উপর Crush খাইছি, এমনোতো হতে পারে, তুমি হিরো আলমের যমজ ভাই। তাই দেখে অবাক হইছি।
- দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
- মেয়েরা অভিমান করে তাকে আরো বেশী ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে বোঝার জন্য।
- কাকা আমার যা ফাটার ফেটে গেছে “but I am ok”।
- আমি আকাশ হতে জানি, তুমি দেখ ডানা মেলে, আমি নদী হতে পারি, যদি ইচ্ছে ভাসাও জলে।
- যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে! আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি!
- ধন সম্পদ নিয়ে বড়াই করো না কাল আমার ৫ জিবি ছিলো। আজকে আমি ফ্রি চালাই।
- ওহে বালক হুদাই লাইন মাইরা কোনো লাভ নাইক্কা, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে আমার পোলা লাইন মারা শিখে যাবে।
- হ্যাঁ আমি একটি ভালো ছেলে কিন্তু তুমি যদি লিমিট ক্রস করো তাহলে সবকিছু কিছুক্ষনের মধ্যে বদলে যেতে পরে।
- ঘুমাও! তুমি যার জন্য জেগে আছো, সে অন্য জনের ইনবক্সে ডাক্তারি করতেছে!!
- এই বুঝি সে আমার খোঁজ নিলো। এটা ভেবেই কেটে যায় সারারাত।
- ছ্যাকায় শক্তি ছ্যাকায় বল যে খেয়েছে সে সফল।
- মিম এক্কে মিম, মিম দুগনে ডিম, তিন মিমে ভাজা ডিম, চার মিমে সিদ্ধ ডিম, পাঁচ মিমে পচা ডিম, ছয় মিমে কাউয়ার ডিম, এবার মিমকে মেনশন দিয়ে দৌড় দিন।
- বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়।
- স্বার্থপর লোকেরা কখনো তোমায় গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো।
- একটি জিনিস যা আপনি গোপন করতে পারবেন না তা হল আপনার আবেগী মন।
- একটি আবেগী মন দিয়ে যা দেখা যায়, তা কখনও চোখ দিয়ে দেখা যায় না।
- হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় বদলে গেলে পাওয়া অসম্ভব।
- কারো অবহেলা মানেই জীবন শেষ নয়, একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।
- আপনার মন হচ্ছে আপনার চিন্তা-ভাবনার দাস, আর আপনি হচ্ছেন আপনার আবেগী মনের দাস।
- যেখানে একদিন নিজের আত্বাটা না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছুই না।
- মরে যাওয়া কোন সমস্যার সমাধান নয়, বরং বেঁচে থেকে সমস্যা সমাধানের লড়াই করে যাওয়াই হলো জীবন।
- কে, কখন, কার কতটা আপন শুধু সময় তা বলে দিতে পারে।
- নীল আকাশে তারার মেলা… মধ্য রাতে চাদের খেলা। মিষ্টি সকাল শিশির ভেজা… শুধু দেখো আমার প্রেমে কতোই না মজা।
মজার ফেসবুক স্ট্যাটাস
মজার ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকলে এই স্ট্যাটাসগুলো আপনার জন্য। ধারাবাহিকভাবে স্ট্যাটাসগুলো দেখতে পারেন।
- স্কুল জীবনের সবচেয়ে খুশির খবর হলো। টিফিনের পর আর ক্লাস হবে না।
- এই গরমে লোহা পর্যন্ত গলে যায়, কিন্তু আমার ক্রাশের মন গলে না।
- না আছে গার্লফ্রেন্ড, না আছে বাবার বন্ধুর মেয়ে। জীবনটাই বেদনা।
- যদি চাও মানুষ তোমাকে মনে রাখুক, তাহলে টাকা ধার করা শুরু কর।
- পৃথিবীর সবচেয়ে সেরা জুটি হলো এক জোড়া জুতা? একটা হারিয়ে গেলে আরেকটা অচল।
- ভাবতেই খুশিতে জলে চোখ ভোরে যায়। মেয়েরা কোনোদিন বাবা হতে পারবে না।
- বুকের ভিতর খালি চীন চীন করে। আমেরিকা রাশিয়া ইতালি করে না কেন!!
- উচ্চবিত্তঃ Wifi, মধ্যবিত্তঃ Mb, নিম্নবিত্তঃ Free, ছ্যাচড়া বিত্তঃ দুস্ত তোর Hotspot টা একটু On করতো
- ইংলিশ টু নোয়াখাইল্যা ট্রান্সলেশনঃ U know what! I miss u so much. ত্যুই জানোনি! ত্যোয়ার লাই আঁর কইলজা হাডি যায়।
- স্কুলে লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথা দোস্ত আজ তুই খাওয়া, কাল আমি খাওয়াব।
- দুই একটা স্যাড পোষ্ট দেয়া লাগে! নয়তো হ্যাপি লাইফে নজর লাইগা যায়..!
- মোটা তো আমিও হইতাম, যদি কেউ তিনবেলা ফোন দিয়ে কইতো বাবু তুমি খাইছো??
- আজকে গরীব বলে নিজে ফেসবুক চালাই, বড় লোক হলেতো ড্রাইভার রাখতাম।
- হিজাব হচ্ছে পর্দার জন্য, মাথায় দশ তলা বিল্ডিং ওঠানোর জন্য নয়।
- কিছু পারবো না জেনেও হাসি মুখে পরীক্ষা দিতে যাওয়ার নাম মধ্যবিত্ত স্টুডেন্ট।
- আজকের দিনে বাবা-মায়ের দুইটি দুশ্চিন্তা তাদের ছেলে মেয়েদের নিয়ে, প্রথমটি হচ্ছে তাদের ছেলে কি ডাউনলোড করছে আর অন্যটি তাদের মেয়ে কি আপলোড করছে।
- যেটা থাকার সেটা এমনিতেই থাকে, যেমনঃ চর্বি। যেটা যাওয়ায় সেটা এমনিতেই চলে যাবে, যেমনঃ চুল।
- মানসিক শান্তির জন্য একজনের প্রেমে পরছিলাম! পাগল হয়ে গেসি রে ভাই..
- বিদেশিঃ Excuse Me Side Please!! বাঙালিঃ ওই ব্যাটা সর.. রাস্তা কি তোর বাপের…
- জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু বাংলা পরিক্ষায় যে চিঠি লিখতাম, তার উওর আজও পায়নি।
- তিল থেকে তাল,,,ধান থেকে চাল,, আমি তোমায় ভালোবাসি বোঝো নাহ কেন বা।
- আচ্ছা যারা ঢং করে মা কে Mom বলে। রা নিশ্চয়ই বাবা কে বোম বলে।
- ইচিং বিচিং চিচিং ছা। 14 ফেব্রুয়ারি আসার আগে সব Couple দের Breakup হয়ে যা।
- বান্ধুবীর মুখের দিকে তাকিয়ে গাঞ্জাখোর পোলাপানরেও দুলাভাই ডাকতে হয়।
- মনে পরে নাকি??? Ex এর সাথে যে বিয়ের প্ল্যানিং করেছিলেন…
- আজ তুমি নেই বলে রিক্সায় একজন বসে দুজনের ভাড়া দিতে হয়।
- পৃথিবীতে যত পুরুষ খেয়েছে বাঁশ, অর্ধেক তার দিয়েছে নারী আর অর্ধেক তার ক্রাশ।
- আইন নিজের হাতে নিবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দিন।
- আজ যদি কিস্তিতে বউ পাওয়া যেত তাহলে দেশে এত সিঙ্গেল পোলা থাকতো না।
- আলগা পিরিত!! জানু মোবাইলটা রিসিভ করো জাস্ট তোমার নিঃশ্বাসের শব্দটা শুনবো।
- বাসা খালি থাকার পরও বাথরুমে ঢুকে দরজা লক করার নামই ভদ্রতা।
- কত বছর কেটে গেল খবর নাইকো তার। কোন শহরে থাকে আমার বাম পাঁজরের হাড়???
- কবি বলিয়াছেন, কাউকে মন দিতে নেই মনের ফটোকপি দিতে হয়। মূলকপি দিলে, তা ফুলকপি ভেবে খেয়ে ফেলে।
- সুন্দর হওয়ার চিন্তা তো সেদিনই বাদ দিয়া দিছি। যেদিন শুনেছি কালা ছেলেরা সুন্দর বউ পায়!
- বউয়ের সাথে – সুসম্পর্ক বজায় রাখুন, Because: সামনে শীত আসতেছে… অন্যথায় কম্বলের নিচে জায়গা নাও পাইতে পারেন।
- জীবনে অনেক পাপ করেছি, কিন্তু সরিষা খেতে পিক তুলিনি।
- আজ গরিব বলে গ্যাসে রান্না করি, বড়লোক হলে ইটভাটায় রান্না করতাম।
- চার বাচ্চার মা ফেসবুকে নাম দিছে অবুঝ বালিকা..! ঠাডা পড়বে চাচি..!
- মাঝে মাঝে মনে হয় আমাদের দেশ ছেড়ে, মোটা পাতলুর ফুরফুরে নগরীতে চলে যাই।
- ঘুম ভাঙার পর ৩০ মিনিট। বিছানার সাথে বিদায় অনুষ্ঠান করছি।
- ক্রাশের পিক জুম করে দেখতে নেই, তাতে বিশ্বাস ফেটে যেতে পারে।
- WiFi আছে বলে অহংকার করো। কারেন্ট গেলেই তো ফুটানি শেষ।
- কবি বলে গেছেন যারা ফেসবুক প্রোফাইল লক করে থাকে তারা হিজরা টাইপের লোক।
- কোটি টাকার প্রশ্ন… ছেলেরা বিয়ে করতে আসলে নাকে রুমাল দেয় কেন???
- এখনকার সম্পর্কঃ একে অপরকে Touch করা যাবে কিন্তু কেউ কারো ফোন ধরতে পারবে না।
- 2004 সালে মা একবার বকেছিল খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু তখন আমার ফেসবুক ছিল না তাই এখন স্ট্যাটাস দিলাম।
- মায়ের হাতের সব কিছুই মজাদার, হোক সেটা বিরিয়ানি, দৌড়ানি বা থাবড়ানি।
- এখনকার বিচ্ছেদ প্রেমিক-প্রেমিকার হয় আর সাজা ভোগ করে প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস।
- চ্যাটিং করার মত স্পেশাল কেউ নেই হুদাই গুরাগুরি করি FB তে…
- আজকের সময়ের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে নিজের মোবাইলের চার্জার খুলে আরেক জনের মোবাইল চার্জে দেয়া।
- মেয়েরা মুখে মধু অন্তরে বিষ। Profile এ Single, Inbox এ ইটিশ পিটিশ।
- মা বাবা বকা দিলে বিরক্তিকর, আর gf বকা দিলে কেয়ার, মানবতা আজ লুঙ্গির নিচে।
- অনেক দিন আগের কথা, তখন সন্ধ্যা হলেই আমি পড়তে বসতাম.!!
- ভাবছি বিয়ে করবো, কোন কোম্পানির মেয়ে হলে ভালো হয় বলুন তো…
- ফোন সাইলেন্ট মোডে – 10 মিসড কল। ভলিউমকে বাড়ানোর পর – সারাদিন কেউ কল করে না!!
- This Profile is Locked… এটার বাংলা অর্থ শয়তান খাঁচায় বন্দী আছে।
- People are getting famous day by day.. এদিকে আমাকে যারা চিনতো তারাও ভুলে গেছে…!!
- সব মেয়েরা পরী হতে চায়, কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলে জ্বীন হতে চায়নি।
- চিকন মেয়েদের সাথেই প্রেম করবো। কারণ, পালানোর সময় যেন কোলে নিয়ে পালানো যায়।
- স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। প্রেমের ইতিহাসে কেবল গল্প লেখা রয়।
শেষ কথা
সেরা সকল ফেসবুক স্ট্যাটাস আর্টিকেলটিতে আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করছি। অনেক সুন্দর সুন্দর ও আনকম টাইপের ফেসবুক স্ট্যাটাস পাবেন আর্টিকেলটিতে। আশা করছি আর্টিকেলটিতে থাকা স্ট্যাটাসগুলো আপনার পছন্দ হয়েছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি আপনার লেখা কোন স্ট্যাটাস আমাদের সাথে শেয়ার করতে চান সেটিও কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ফেসবুক স্ট্যাটাসের মতোন আরো অনেক স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, ছবি পেতে।