বিভিন্ন ধরনের ইমোশনাল স্ট্যাটাস আর্টিকেলটিতে শেয়ার করব। আপনি যদি ইমোশনাল স্ট্যাটাস খুঁজে থাকেন তবে আর্টিকেলটি থেকে স্ট্যাটাসগুলো দেখে নিবেন। যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগবে সেটি কপি করে নিয়ে ব্যবহার করবেন।
যখন আমাদের মন ভালো থাকে না বা খারাপ থাকে তখন কষ্টের স্ট্যাটাস বা ইমোশনাল স্ট্যাটাস সোসাল মিডিয়ায় পোস্ট করি। এতে করে যারা পোস্টটি দেখে তারা আপনার কষ্টের কথা কিছুটা হলেও বুঝতে পারে। আবার অনেকেই আছেন যারা মন ভালো না থাকলে ইমোশনাল স্ট্যাটাস পড়েন। এতে করে মনটাকে অনেকখানি হালকা করে নেওয়া যায়।
আরো পড়ুনঃ
- হার্ট টাচিং স্ট্যাটাস বাংলা | 50+ Heart Touching Status Bangla
- 1000+ কষ্টের স্ট্যাটাস (ছেলেদের, ভালোবাসার, আবেগি, বন্ধু নিয়ে পিকচার সহ) | Koster Status
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | 70+ Happy Birthday Wish
তো আপনি যে উদ্দেশ্যেই ইমোশনাল স্ট্যাটাসের খোঁজ করে থাকেন না কেন আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে বলে আমি আশা করছি। তো চলুন দেরী না করে আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো দেখে নেই।
স্ট্যাটাসের বিষয় | ইমোশনাল স্ট্যাটাস |
স্ট্যাটাসের ক্যাটেগরি | স্ট্যাটাস/ ইমোশনাল |
সর্বমোট স্ট্যাটাস | ৮০+ |
সর্বশেষ আপডেট | ১০ নভেম্বর ২০২২ |
সূচিপত্র
ইমোশনাল স্ট্যাটাস
সেরা সকল ইমোশনাল স্ট্যাটাস তালিকা আকারে একে একে দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো পড়ে দেখুন আশা করছি স্ট্যাটাসগুলো আপনার কাছে ভালো লাগবে।
- ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাই নি। ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করি নি, কারণ আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসি নি।
- কাঁদবে কি তখন? চির নিদ্রায় ঘুমাবো যখন মনে রাখবে কি তখন? না ফেরার দেশে চলে যাবো যখন। ডাকবে কি তখন?? তোমার ডাকে সাড়া দিবনা যখন।
- আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্ত্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তি আমার মাঝে নেই।
- আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যাথা..!
- কান্নার জল সবাই দেখে। হৃদয়ের কষ্ট কেও দেখেনা.. পাওয়ার আনন্দ কিছু দিন থাকে কিন্তূ না পাওয়ার বেদনা সারাজীবন এ ও ভুলা যায় না!
- শূন্য জীবন অভিমানি এই জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানেনা কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝে না।
- কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।
- যারা খুব কাঁদতে পার,, তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না অথচ যারা মন খুলে কাঁদতে পারে না তাদের মনটা হল,, কষ্টের আকাশ
- একদিন আমি আমার পথে হাঁটছিলাম হঠাৎ তুমি এলে, আর হাঁত ধরে, অচেনা পথে নিয়ে গেলে, তোমায় বিশ্বাস করে ছিলাম কিন্তু , জানতাম না, মাঝ পথে একা ফেলে চলে যাবে। # Dont_tRy_plAy_wiTh_mE
- কাগজের নৌকা টা না হয় খেলনা কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা?
- ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে।
- অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই। হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন Sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে।
- কাউকে আবেগের ভালোবাসা দিওনা মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।
- কেও কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙ্গা মন যত্ন সহকারে মেরামত করা হয়।
- হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন জাগবো না ভালোবাসার অজুহাতে তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না।
- একটা আকাশ হেরে গেলো হারিয়ে তার মন অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায় নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়.!
- রং বদলে গেছে আমার মনের ও ভয় নেই অনেক দুরে চলে গেছি শুনলাম তুমি এখন অন্যের মনের ময়না পাখি.. আর আমি এখনো সেই অজানা বালুচরের চোখের বালি..!!
- জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..
- সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যাথা কত। ………………………. l MISS U…………..
- মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখ এখনও আমায় ভেবে।
- কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারি না। এমন কিছু ফুল আছে তুলতে পারি না। আর এমন ১টা মনের মানুষ আছে ভুলতে পারিনা।
- খাচার পাখি উড়ে গেলে যেমন আসে না আর ফিরে সুখ হারিয়ে গেলে তেমন আসে না।
- কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে। মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।
- যেখানে স্বপ্নয় আমাদের এক করতে পারে না সেখানে বাস্তবতা তো নির্মম।
- সারকেলে আগের মত মজা নেই, যারযার প্রেমিকা প্রেমিককে নিয়ে বিজি, শুধু আমি একা ইজি আমার মত যারা ইজি আছো, তারা এস এম এস টা সাউট কর দেখি কে ইজি।
- সত্যিকারের ভালোবাসার মানুষ গুলো খুব বড় রকমের বেহায়া হয়.! শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে!!
- আমি ক্লান্ত আর ঠিক আসছে না! কবিতারা বিদেয়! হঠাত মাঝ রাত্তিরে জেগে প্রলাপ বকব! তুমি ভালবাসনি আমায়, শুধূ মিথ্যে বলেছিলে অথবা আমি ভুল শুনেছিলাম!
- জানি না হারিয়ে গেছো কোন দূর অজানায়। জানি না কি ভূল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায়।
- যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্টু এই মন চায় আরো বেশি পেতে কি জানি তোমার মধ্যে কি আছে কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে .!!
- একদিন চলে যাবো হয়তো দেখা হবে না সপ্নে আসবো হয়তো চিনবে না দূর থেকে ডাকবো হয়তো সারা দিবে না তাই দূর থেকে বলছি আমায় ভুলে যেও না আমি তোমাকে অনেক ভালবাসি মিতু।
- জীবনের কিছু কথা প্রকাশ করা হয় এমন ভাবে সবাই সেটাকে জোকস মনে করে হাসে। কিন্তু এই জোকসের গভীরতা টের পায় না।
- কথা হয়েছিল সেই দিন বন্ধ হয়েছিল যেই দিন।দুঃখ কষ্ট পাবো সেই দিন ভুল বুঝবে যেই দিন।আমি ভুলে যাবো সেই দিন মরে যাবো যেই দিন। Plz Dont Belive Me।
- আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে। কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে!!
- আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি।
- কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন তার মতই প্রবাহিত হয়। তাই, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়, মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষনস্থায়ী।
- আমি বলতে চাই, বলতে পারি নাই। আমি জানাতে চাই, জানাতে পারি নাই। আমি বুঝাতে চাই, বুঝাতে পারি নাই। আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসাই মুরগি চুরি করতে কেন গিয়েছিলে? উত্তর দে!
- তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার জীবন থমকে দাড়িয়েছে এমন তো কথা ছিলো না তবে কেনো তুমি আমার সাথে এমন করলে? জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না তবুও বলবো ভালো থেকো।
- দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসাবে তোমাকে খুজি আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি।
- মিছে আশা করে লাভ কি? সত্যি এটাই যে তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না। ভাবনায় এসে দূর থেকে চলে যাও আমাকে কাঁদিয়ে। আমার কি অপরাধ ছিল? তোমাকে ভালবাসাটাই কি আমার অপরাধ ছিল? যদি তাই হয়, তবে ক্ষমা করে দিও!
- ভেবে ছিলাম তুমি কতো আপন! ভেবেছি পাশে থাকবে সারা জীবন! কেন তুমি ভাঙলে এমন? ভাবিনি কখনো করবে এমন তারপরও তুমি আমার জীবন।
- প্রতিটা মানুষের জীবনে কোন না কোন মূহূর্তে “ভালোবাসা” আগমন ঘঠে.!! এটা এমন এক অনুভুতি,যা অনেকের অগুছালো জীবনে সুখের আবির্ভাব ঘটায় আবার অনেকের সাজানো জীবনকে বেদনার করুন ছায়ায় ঢেকে দেয়.!
- তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকব এই পৃথিবীতে তখন!
- তুমি হয়তেো কাউকে পেয়ে সুখি আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী। কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছো আর আমি ভালবেসে হেরেছি।
- একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।
- এখন আর পূরনো কথা গুলি ভেবে কষ্ট হয় না হাসি পায়। এটা ভেবে সত্যি সত্যিই আমি কতো বোকা ছিলাম তর মতো একজনকে ভালোবেসে ছিলাম।
- যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেক জনকে পেলে তোমাকে ও ভুলে যাবে। কারন সে কাউকে ভালবাসে না সে শুধু নিজের স্বার্থ খোজে.!
- আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না জটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি তুমি আমাকে ছেরে চলে গেছো।
- সেদিন খুব খারাপ লেগেছিল, যেদিন বলেছিলে! তোমার মাঝে কি প্রতিভা আসে যে তুমি আমাকে ভালবাসবে? কথা টা মনে পরলে শুধু কস্ট লাগে ভাল আছ জানি ভাল থেকো।
- নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে নেই কোন কামনা তোমায় সাজিয়ে নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে..!!
- যদি কর সুখের আশা করিও না ভালবাসা। ভালবাসা অতি কষ্ট, এতে হয় জিবন নষ্ট ভালবাসার শেষ ফল বুকে ব্যাথা চোখে জল হায়রে ভালবাসা।
রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস
কিছু রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস নিচের লিস্টে দিয়ে দিলাম। আপনি যদি রোমান্টিক ইমোশনাল স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন।
- সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না। কিছু কথা কাউকে বলা যায়না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
- চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা আমায় ছেড়ে যেন দূরে যেওনা আছ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে। তোমায় ছাড়া আমি বাচতে পারব না এই ভুবনে।
- আজ বলবো কি যে তোমায় তুমি অনেক ভালো থেকো আমি আমার মত না হয় প্লিজ নিজের খেয়াল রেখো! অনেক ভালো থেকো।
- আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিলো না জটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নি তুমি আমাকে ছেড়ে চলে গেছো।
- আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেলো আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
- মানুষ তখনই কাঁদে, যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। যখন আপনপর হয়ে যায়, অথবা স্বপ্নভঙ্গ হলে, তখন বুকের চাপা কষ্ট গুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝড়ে পরে।
- আমি যখন তোমার নামমাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেলো আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেলো। কিন্তু যখন ইহৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।
- আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে। কারণ কাল আমি আর তোমার রইব না।
- তুমি ভুল করেও, ভুল করোনি তাই আমি অপরাধী। তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।
- আবার ফিরে আসো অন্তত এক ঘন্টার জন্য। নয়তো এক মিনিটের জন্য অন্তত একটা মুহূর্তের জন্য। বলবো না পাশে থাকতে। বলবো না আর একটি বার নতুন করে ভালোবাসতে। শুধু বলবো, তোমার দেয়া স্মৃতি গুলো নিয়ে যাও।
- কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
- আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা নাইবা তুমি এলে।তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথবো মালা নাইবা তুমি এলে।
- অভিজ্ঞ তোই আর অনভিজ্ঞ আমি। তাই তো আমাদের এতো তফাৎ।
- বুঝতে দাওনি কেনো আমাকে সাজিয়েছ যা হৃদয়ে ছায়া হয়ে ছিলে পাশে বল কি করে চলে গেলে আমাকে রেখে।
- আজ না খুব একা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে! তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
- মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখ এখনও আমায় ভেবে।
- কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে। চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি?
- সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়। মেঘ করেছে বৃষ্টি হবে এটাই আশা,আর এরই মধ্যে বেঁচে আছে কিছু ভালোবাসা। তাই শুধুই বসে বসে অপেক্ষা করা।
- সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ, আলোর নিচে সাজাবো আমি, অন্ধকারের সাজ দেখে আবার আসেনা যেনো, তোমার চোখের পানি। হটাৎ করে দেখবে তুমি, হারিয়ে গেছি আমি।
- কাকে ভাসবাসার জন্য এগিয়েছিলাম? যার কাছে আমি দুই চোখের বিশ মাত্র সত্যি বল্ছি তোমাকে খুব ভালবেসেছিলাম কিন্তু এখন সত্যি আর বাসিনা।
ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস
কিছু ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস নিচে দিয়ে দিলাম। আপনার যদি আরো ছেলেদের ইমোশনাল স্ট্যাটাসের প্রয়োজন হয় তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন – ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস | Celeder Emotional Status।
- বেদনার খামে লিখে দিলাম অশ্রুকে করে কালি। বিষাদের ঠোঁটে চুমু আঁকতে গিয়ে মনকে করেছি ফালি। মিলন নদীতে সাম্পান ভাসাতে’ই নদী হয়েছে চোরাবালি।
- সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ,, আলোর নিচে সাজাবো আমি,, অন্ধকারের সাজ দেখে আবার আসেনা যেনো তোমার চোখের পানি.. হটাত্ করে দেখবে তুমি,, হারিয়ে গেছি আমি..!!
- মুক্তি আনন্দে আমিও হাঁসবো আমার সে হাঁসিতে থাকবে শুধু সুখের প্রলেপ। আমি উড়বো আনমনে, আমি গাইবো প্রাণ খুলে, আমি তাকাবো অপলক নেত্রে হাঁ ! এমনিভাবে আমি মরবো অকাতরে।
- একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!! একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে।
- প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
- কতটা তেপান্তর পার হলে সোনালী সন্ধ্যা নামে। কতটা বেদনা বহন করলে চোখের কোনে অশ্রু জমে।
- ভালবাসার মানুষ টা কাছে না থাকলে ও তার জন্য পাশের সিট টা খালি ই পড়ে থাকে!
- স্বপ্নহীন মানুষের কোন বর্ণ থাকে না কিছু করার থাকে না, কিছু চাওয়ার থাকে না। কোথাও যাবার থাকে না, কিছু দেবার থাকে না। পাওয়ার থাকে না, কোন কষ্ট থাকে না কোন স্বপ্ন থাকে না।
- আজকের আকাশটা দেখেছো? একফালি কালো মেঘ এসে চাঁদটাকে আস্তে আস্তে ঢেকে দিচ্ছে হ্যা এই কালো মেঘ দিয়ে ঢাকা চাঁদটার মাঝেই আমায় খুজে পাবে!
- আজ হলো সেই দিন, সুখ পেলাম যত! আজ হলো সেই দিন, বুকে পেলাম ক্ষত! আজকের এই দিনে, আপন হলো পর! আজকের এই দিনে, ভাঙলো এই অন্তর!
- আসবি তুই কবে ? পাগলি তুই ফিরে। যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি। #পাগলিতুইফিরে_আয়।
- বন্ধু তুই ভালো থাকিস!! আমি চল্লাম আজ অনেক দুরে!! যানিনা কোন কারনে এভাবে গেলি আমায় একা করে!! তাই আমিও চল্লাম সেই পথে,, যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে..!
- তুমি যেই আকাশের তারা সেই আকাশ আমি কি করে ভাবলি বন্ধু তকে ভুলে যাবো আমি তুমি আমায় ছেড়ে গেলেও আমিতো যাইনি বিনা দুষে কেন কাদালে আমায় সেটা আজো বুঝিনি।
- আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি তারপরও আমি তোমাকেই ভালবাসি.!
ইমোশনাল স্ট্যাটাস পিক
কিছু ইমোশনাল স্ট্যাটাস পিক নিম্নে দিলাম। আপনি চাইলে পিকগুলো ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।
শেষ কথা
আর্টিকেলটিতে সেরা সকল ইমোশনাল স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করছি। আশা করছি আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ফলো করুন আমাদের ফেসবুক পেজ /Statusify.xyz কে নতুন সকল স্ট্যাটাস, ক্যাপশন, বায়ো ইত্যাদি সকল আর্টিকেলের আপডেট সবার আগে পেতে।