আপনি কি ফেসবুক পোস্ট, স্ট্যাটাস কিংবা কাউকে মেসেজে পাঠানোর জন্য আবেগি কষ্টের স্ট্যাটাস খুজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সব আবেগি কষ্টের স্ট্যাটাস। যেগুলো আপনি চাইলে সহজে কপি করে নিতে পারবেন এবং যে কোথাও পোস্ট বা শেয়ার করতে পারবেন।
আর্টিকেলে থাকা সকল আবেগি কষ্টের স্ট্যাটাস অনেক কোয়ালিটি সম্পন্ন তাহলে চলুন এই সকল কষ্টের স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস | Celeder Koster Status
- ভালোবাসার কষ্টের স্ট্যাটাস | Valobasar Koster Status
- গভীর রাতের কষ্টের স্ট্যাটাস [৫০ টি সেরা ও নতুন স্ট্যাটাস]
- বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস [50+ স্ট্যাটাস]
সূচিপত্র
আবেগি কষ্টের স্ট্যাটাস
প্রথমে আমি আপনাদের সাথে সেরা কিছু আবেগি কষ্টের স্ট্যাটাস শেয়ার করে নেই। এই লিস্টে সেরা মানের স্ট্যাটাসগুলো পাবেন। আশা করছি এখান থেকে আপনি আপনার পছন্দমতো একটি আবেগি কষ্টের স্ট্যাটাস (Abego Koster Status) পেয়ে যাবেন।
- সুখ গুলো নিয়ে যাও, দুঃখ টা দিয়ে যাও কোনো ক্ষতি নেই।
- মিথ্যে প্রতিশ্রুতির চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো!!
- কষ্টটা একান্ত আমারি তাই কেউ শুনলে হাসে।
- আমার এমন একটা ঘুম চাই! যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নাই!
- অর্থহীন এই তাকিয়ে থাকা, মূল্যহীন এই প্রত্যাশা। জানি কোন অর্থ নেই এর।
- ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে যায়!
- তোমার ছলনাই ভোলা দায়আর যদি সত্যি ভালোবাসতে তবে আমার হতো কি উপায়.
- জানি না খারাপ আমি ছিলাম নাকি আমার কপাল সবাই তাদের আসল রুপ দেখিয়ে চলে গেলো!!
- মন খারাপ হলে কেনো জানি তোকেই বেশি মনে পড়ে।
- একদা এক সময় আমি রাত বারোটা কে গভীর রাত মনে করতাম!
- মানুষ বড়ই বিচিত্র যে তাকে অবহেলা করে তার পিছনে দৌড়ায়। আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে।
- অপেক্ষা টা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে!
- কারো কাছে অসহ্য হয়ে উঠার চেয়ে! নিজেকে একাকিত্বে রাখা অনেক ভালো!
- আমি বোকার মতো তাকেই মিস করি..! যে আমার কথা ভুলেও ভাবে না!
- ভালোবাসার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু ভালোবেসে ভালো রাখার মত মানুষ এই পৃথিবীতে খুব কম!
- তুমি দরকার ছাড়া আমার একটু খবর নিও! তোমার জন্য জীবনটাও উৎসর্গ করে দিবো!
- ঝগড়ার পর যে প্রথমে কথা বলে – সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য বেশি।
- অতিরিক্ত সরল হতে যেওনা – এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে!
- অবহেলা শেষে ডাক দিও আবারো ভালোবাসি বলবো!
- মিথ্যা দিয়ে যার শুরু! তার শেষটা কখনো মধুময় হয় না।
- সব সম্পর্কের নাম দিতে নেই থাক না কিছু সম্পর্ক অপূর্ণতায়।
- তবু মনে রেখো যদি দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে।
- সেটা জেনে কি লাভ ? যেটা তোমার কষ্টের কারন হতে পারে!
- ভালোবাসায় প্রতারনা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না।
- গল্পটা আমাদের ছিল ঠিকই..! কিন্তু এখন আর গল্পটা আমাদের না একান্তই আমার!
- গভীর রাত হওয়ার পরও ঘুম না আসার কারণ জানলে তুমি কান্না করবা।
- একদিন হঠাৎ করে ছুটির অজুহাতে চলে যাবো মিশে যাবো লাশের মিছিলে।
- একেকটা দিন যাচ্ছে প্রিয় মানুষদের না দেখার মেয়াদটা বাড়ছে। সাথে আবার দেখা হওয়ার দিনটাও কি এগোচ্ছে না?
- জীবনটা অনেকাংশেই! কিছু অপ্রত্যাশিত প্রাপ্তি এবং কিছু প্রত্যাশিত অপ্রাপ্তির সমষ্টি৷
- আজ আপনি যার সাথে অনেক ভাল আছেন কাল হয়তো সে আপনার কষ্টের কারন হতে পারে।
- তোমাকে দোষ দেবো না এটা আমার ভাগ্যের লিখন। যা খন্ডানোর ক্ষমতা আমার তোমার কারো নেই!
- সিগারেট কোন কাগজে মোড়ান তামাক নয় সিগারেট একটি ছেলের কষ্ট গুলো উড়ে যাবার প্রতিফলন।
- প্রচন্ড মন খারাপ নিয়েও! সবার সাথে হাসিমুখে কথা বলতে পারি!
- হয়তোবা এই গভীর রাতের বুকেই আমি হারিয়ে যাবো কোনো এক সাদা কফিনের বেশে!!
- ভালো আছি কথাটা যত সহজে বলা যায় আসলে কী সত্যিই তত সহজে ভাল থাকা যায়?
- মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই অমানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতই।
- আমার কষ্টটা আমারি থাক! কি আর বলবো।
- তোমাকে তো আমি হাসাতে শিখিয়েছিলাম আর তুমি আমাকে কাঁদতে শিখিয়ে চলে গেলি।
- হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা।
- আমার সাথে একটি নির্ঘুম রাত কাটালে বুঝতে কষ্ট কাকে বলে।
- তোমার সাথে আবার কখনো দেখা হবে! এমনটি যেন কখনোই আর না হয়।
- তোমার পাগল করা ভালোবাসা চাই শুধু রাতের বালিশ ভেজা কান্না না।
- নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা।
- তাকেই ভালোবাসো যে তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিছু চাইবে না।
- ভালো করে ভালোবাসাই হোলো না। কাছে আসাই হোল না। তুমি আমার হবে না তুমি কারো আর।
- অনেক কিছুই বলতে চাই কিন্তু কিছুই বলতে পারি না বুঝে নিও তুমি আমার নীরবতা।
- তোমায় ভালোবাসি কিনা জানিনা শুধু জানি, তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাই।
- একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে..! যখন সে দেখে সবাই তাকে ঠকায়!
- আমি জেতে চাই আর একবার তোমার ওই স্বর্গের রাজ্যে তুমি বাঁধা দিও না আমার ইচ্ছেতে।
- পৃথিবীতে ভালোবাসা না পেয়ে কষ্ট করে হলেও বেঁচে থাকা যায় কিন্তু ভালো না বেসে বেঁচে থাকা যায় না।
আবেগি কষ্টের স্ট্যাটাস ছবি
বিভিন্ন ধরনের আবেগি কষ্টের স্ট্যাটাস নিচে দিলাম। আপনার যে ছবিটি ভালো লাগে তা ডাউনলোড করে সোসাল মিডিয়া পোস্ট করতে পারেন।
ইসলামিক আবেগি কষ্টের স্ট্যাটাস
ইসলাম কেন্দ্রিক কিছু আবেগি কষ্টের স্ট্যাটাস নিচে দিয়ে দিলাম। তবে এই স্ট্যাটাসগুলোর ভুল ভাবে ব্যবহার করবেন না। যেমন ধরুন ইসলামে প্রেম করা হারাম। এখন যদি আপনি এই স্ট্যাটাসগুলো প্রেম কেন্দ্রিক হিসাবে তুলে ধরেন তাহলে তা ভুল অর্থ প্রকাশ করবে। তাই এই স্ট্যাটাসগুলো সঠিক অর্থে ব্যবহার কুরুন। নিম্নে সেরা কিছু ইসলামিক আবেগি কষ্টের স্ট্যাটাস দিয়ে দিলাম।
- এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন আমাকে কিছু উপদেশ দেন তিনি তাকে বললেন তুমি রাগ করোনা এভাবে তিনি কয়েকবার উপদেষ্টার নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বারবারই বলে গেলেন রাগ করোনা রাগ করোনা রাগ করোনা। – বুখারী শরীফ ৬১১৬
- কিয়ামতের দিন নবীর নিকটতম ব্যক্তি, সেই হবে, যে তার প্রতি অধিক দুরুদ পাঠ করবে। – তিরমিজি
- যে আপনার সফলতা কে সহ্য করতে পারে না সে আপনার আপনজন নয়, সে আপনার ঘুর দুশমন।
- পৃথিবীর সবচেয়ে দামী জিনিস কি? মেয়ের বিদায় বেলায় বাবার দোয়া!
- আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিবেন না। কেননা কাজগুলো জমা হয়ে যাবে এবং আপনি কিছুই অর্জন করতে পারবেন না। – হযরত উমার (রাঃ)
কষ্টের স্ট্যাটাস আবেগি কষ্টের স্ট্যাটাস দুঃখের স্ট্যাটাস
এ ধরনেরর কিছু স্ট্যাটাসের তালিকা নিচে পেয়ে যাবে। চেক করে দেখুন আপনি আপনার পছন্দমতো কোন স্ট্যাটাস খুঁজে পান কি না।
- কত রাত তোমার সাথে আমি কথা বলি না ঠিকই তবে এমন কোন রাত নেই যেদিন আমি তোমার কথা ভাবিনা!!!
- ভেজা বালিশ গুলো যদি সাক্ষী দিতে পারতো!! তাহলে পূর্ণতা পেত অজস্র ভালোবাসা।
- আমি তো যান্ত্রিক নই রে অনুভুতি গুলো চাইলেই টেনে হেচরে মনের ভেতর থেকে বের করা আমার দ্বারা সম্ভব না।
- যে আমাকে ছাড়া সুস্থ শ্বাসে পৃথিবীতে বাচেঁ তার জন্য দম বন্ধ হয়ে মরার বদঅভ্যাসটা ছেড়ে দেওয়াটাই শ্রেয়।
- ধৈর্য ধরো। মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়।
- মানুষ মরে গেলেও কেও না কেও তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকে।
- Old ম্যাসেজগুলো ভাবায়! মানুষ কিভাবে এতো দ্রুত বদলে যায়!
- ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের।
- শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রনা বেশি।
- কাউকে ভালোবেসে অতিরিক্ত জোর করতে নেই কেননা, এই জোর করাটাই আপনার ভালোবাসা ছিন্ন হওয়ার কারণ হতে পারে।
- ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়।
- কাউকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না.!! সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে।
- ছেড়ে চলে যাওয়াটা যদি উপসংহার হয় তবে সূচনা টা এত রঙিন ছিল কেন!!
- হাসি খুশি থাকা মানুষগুলোই! রাতের আঁধারে অসহায়ের মতো কান্না করে!
- মানুষের মন। সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।
- কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে।
- তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস। খুব কাছেই আছি আমি ইচ্ছে হলেই ডাকিস।
- কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা।
- এই শহরে প্রতিটা মানুষের একটা তুমি গল্প আছে আর সেই তুমি গুলো বড্ড বেইমান।
- জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়।
- মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো ! কষ্ট মানুষ কে পরিবর্তন করে আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে।
- তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি।
- তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।
- ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখে ছিলমা ।
- সেই মানুষটার ভরসা ভেঙ্গো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে!
- বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে।
- এগিয়ে গিয়েও পিছিয়ে আসি পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা।
- তোকে ভুলতে পারলে তোর স্মৃতি গুলো কখনই ভুলতে পারবো না।
- সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে।
- আমার স্বপ্ন গুলোতে দেয়ালে জমে থাকা শেওলার মত শেওলা পরে গেছে।
- ভালবেসে যারা জিবন দিয়ে চলে গেছে তারাই ভাল করেছে তা নাহ হইলে প্রতিদিনই নতুন করে মনের মরন হইতো।
- আমি একদিন নিখোঁজ হবো উধাও হবো রাত প্রহরে সড়ক বাতির আবছা আলোয় খুঁজবে না কেও শহরে।
- একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়।
- সত্য বলছি তবু যেনো লাগছে যে মিথ্যে কল্পনাতে বন্দী হয়ে সবই যে কাটছে।
- সুখী মানুষ গুলার পতন সব সময় ভালোবাসার কারনে হয় মাদক এর জন্য নয়!!
- কাঁদায় তো সে যে একটা সময় আপনাকে জানু,ময়না পাখী, বাবু সোনা , ময়না টিয়া বলে খুশি রাখতো।
- জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়!!!
- চোখের অশ্রু টাও বেইমান ঝরে পরে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্ব টাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য।
- সময় জুড়ে শুধু শুন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখানো তোমায় এভাবে।
- এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পরি।
- তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবেনা মানুষকে কাঁদতে হয় একা একা!!
- কষ্ট মানুষ কে পরিবর্তন করে কষ্ট মানুষ কে শক্তিশালি করে আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই আমার জন্য নতুন শিক্ষা।
- তুমি বেঁচে থেকো তোমার সকল ভালোলাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।
- হাজারো প্রেমিকের ব্যর্থতার কারন তার প্রেমিকার মুখের হাসি।
- হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি।
- তুমি আমি কেন দূরে দূরে? খুজে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায় কাটে শুধু বেদনায়।
- বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও। মুখের কথাই হয় যে গান যদি তুমি গাও!
- তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন যানি কাছে আসবে। যানি আমাকেই শুধু ভালবাসবে।
- ভালবাসা বদলায় না বদলে যায় মানুষ গুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময় গুলো।
- কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেও দেখেনা, পাওয়ার আনন্দ কিছুদিন থাকে। কিন্তূ, না পাওয়ার বেদনা সারাজীবনএ ও ভুলা যায়না!
আবেগি কষ্টের স্ট্যাটাস লেখা
কিছু আবেগি কষ্টের স্ট্যাটাস লেখা নিম্নে তুলে ধরলাম। আশা করি এই আবেগি কষ্টের স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে।
- আমি সত্যিই ব্যার্থ! কারণ আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালবাসি।
- কাওকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল!
- যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা। শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও।
- সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
- কাওকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে।
- ভালোবাসতে সুধুই মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে।
- ভালোবাসার অনুভুতি গুলো খুব আজব রকমের হয়. কখনো কষ্টের মাঝে লুকোনো সুখ খুঁজে পাওয়া যায়।
- তুই তার প্রেমেতে অন্ধ, আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ।
- যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!
- আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দুরে খাকি তুমি আমাকে মিস করবে বলে।
- স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারন, স্মৃতি মানুষ কে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়।
- পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল।
- ভুল যেমনি মানুষকে সিখায়। তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।
- আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যু সংবাদে সে কখনই ব্যথিত হবে না।
- সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে। তবুও আসুক সে জানুক, প্রিয়তম অসুখ সে!
- জলে ছুঁয়ে যায় চোখে বারেবার তুমি না ফিরলে আমি হবো কার?
- কার হার্টে কার বিট চলে। কার আবেগে কে গলে। কার চোখে কে অশ্রু ফেলে।
- যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন।
- জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়..!!
- যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা ছাইড়া যাইতেও কষ্ট পাইলি না।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এবার চলুন আবেগি কষ্টের স্ট্যাটাস নিয়ে লেখা এই আর্টিকেলটি নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর জেনে নেই।
আর্টিকেলে কি নিজের পছন্দের আবেগি কষ্টের স্ট্যাটাস যুক্ত করা যাবে?
অবশ্যই যাবে। তবে এই আর্টিকেলে আপনি আপনার নিজের আবেগি কষ্টের স্ট্যাটাস যুক্ত করতে সেই স্ট্যাটাসটিকে কমেন্ট করতে হবে। যদি আপনার স্ট্যাটাসের মান ভালো হয় তাহলে আমরা তা আর্টিকেলের মধ্যে যুক্ত করব।
আবেগি কষ্টের স্ট্যাটাসগুলো কি কপি করা যাবে?
ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি সোসাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করার উদ্দেশ্যে এই আবেগি কষ্টের স্ট্যাটাসগুলো কপি করা যাবে। তবে সম্পূর্ণ আর্টিকেলটি অনুমতি বিহীন কপি করা যাবে না। তবে লিংক কপি করে শেয়ার করা যাবে।
আবেগি কষ্টের স্ট্যাটাসগুলো কি মেসেজের মাধ্যমে পাঠানো যাবে?
অবশ্যই আবেগি কষ্টের স্ট্যাটাসগুলো যে কাউকে মেসেজে পাঠাতে পারবেন।
শেষ কথা
এই ছিল আবেগি কষ্টের স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি আপনার পছন্দের আবেগি কষ্টের স্ট্যাটাস খুঁজে পেয়েছেন। আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো অনেক স্ট্যাটাস পেতে নিয়মিত ভিজিট করুন Statusify.xyz এ।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে নিন এই ধরনের স্ট্যাটাসে আপডেট সবার আগে পেতে। ফেসবুক পেজের লিংক – Statusify Official Facebook Page।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে। স্ট্যাটাসিফাই এর সাথেই থাকুন।